চট্টগ্রামের হাটহাজারীতে ৫ লাখ টাকার চিড়াই কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বন কর্মকর্তার নির্দেশনায় ও হাটহাজারী ষ্টেশন কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে রবিবার ১১মাইল এলাকা থেকে একটি ট্রাক (যার নং- চট্টমেট্রো ট ১১-৯১৩১) এ করে অবৈধভাবে পাচারের সময় চিড়াই কাঠগুলো উদ্ধার করা হয়। যার পরিমাণ প্রায় ৫’শ ঘণফুট।
ষ্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া সত্যতা স্বীকার করে বলেন, সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় গামারি ও আকাশমনি গাছের চিড়াই কাঠগুলো উদ্ধার করি। তবে অভিযানে টের পেয়েই চালক পালিয়ে যায়। আটককৃত ট্রাকটির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।