গনসংযোগ চলা কালে তছলিমা বেগম নুরজাহান রুবীর কর্মী- সমর্থকদের গাড়িবহরে হামল
গত ১০-১-২১ইং বিকাল ০৩:২০ মিনিটে প্রচার প্রচারণা শুরু হয় চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে নৌকার প্রার্থী রেজাউলের গণসংযোগের সময় সংরক্ষিত-০৪ আসন মহিলা কাউন্সিলর প্রার্থী তসলিমা বেগম নুরজাহান রুবীর গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। তিনি অভিযোগ করেছেন, স্বতন্ত্র এক প্রার্থী তাকে গাড়িচাপা দিতে হত্যার চেষ্টা করেছেন। প্রচারণার সময় এ হামলার জন্য বিদ্রোহী প্রার্থী ও সাবেক কাউন্সিলর আবিদা আজাদকে দায়ী করেছেন। এ জন্য কাউন্সিলর প্রার্থী রুবী নগরীর আকবরশাহ থানায় অভিযোগও দায়ের করেছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯, ১০, ১৩ আসনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন পান তছলিমা বেগম নুরজাহান রুবী। স্বাধীন টিভিকে তিনি বলেন, আকবরশাহ এলাকার রেল গেইট পার হয়ে নৌকার মিছিলে আমার গাড়ির পিছে পিছে আসতে থাকে তার কর্মীদের গাড়ি হঠাৎ আমার গাড়িতে হামলা করেন বিদ্রোহী প্রার্থী আবিদা আজাদের লোকজন। ওই সময় আমি নৌকার মেয়র প্রার্থী রেজাউল করিমের গাড়িতে ছিলাম। হামলাকারীরা আমার কর্মী-সমর্থকের গাড়িতে ইট ও পাথর নিক্ষেপ করেছে। এতে আমার ২-৩ জন কর্মীর মাথায় আঘাত হয়েছে। আমি থানায় অভিযোগ দিচ্ছি। তিনি বলেন, ‘আওয়ামী লীগের মিছিলে প্রার্থীর সাথে তিনি (আবিদা আজাদ) আসা মানে হচ্ছে ভোটারদের বিভ্রান্ত করা। এটি একটি চক্রান্ত। আবিদা আজাদের গাড়ি কয়েকবার আমার গাড়িকে চাপা দিতে চেয়েছিল। এতে আমর গাড়ি সড়ক থেকে ছিটকে পড়ে সড়কের পাশে একটি খাম্বার সাথে তালি লাগে। তিনি আওয়ামীলীগের মনোনিত প্রার্থী না হয়েও আওয়ামীলীগের মিছিলে এসে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ডিসটার্ব করতেছেন। কর্মী সমর্থকদের বিভ্রান্ত করছেন। ভোটারদের বিভ্রান্ত করছেন।’ ১০নং ওয়ার্ডের এক বাসিন্দা স্বাধীন টিভিকে বলেন , আওয়ামীলীগের মনোনীত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী তছলিমা বেগম নুরজাহান রুবী’র ব্যানার লাগানো একটি পিক আপ নৌকার প্রচার প্রচারণা ও মাইক দিয়ে নৌকায় , বই মার্কায় ভোট দিন স্লোগান দিচ্ছিলাম হঠাৎ ২-৩ জন লোক আসে আমাদের গাড়ি থামিয়ে দেন । বিদ্রোহী প্রার্থী আবিদা আজাদ আমাকে মামলা-হামলার ও এলাকা ছাড়ার হুমকি দেন।