মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ আলমের ১০ম মৃত্যুবার্ষিকী রবিবার পালিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।
২০১০ সালের ২৮ নভেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, জেয়ারত ও মুনাজাত। ২৯ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির পক্ষ থেকে চবি ক্যাম্পাসে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বেলা পৌনে ১২ টায় অনুষ্ঠিত হয় জেয়ারত ও মুনাজাত।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি নেতৃবৃন্দ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদে কর্মরত কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এক আদর্শিক জীবনের অধিকারী ছিলেন প্রফেসর ড. আবু ইউসুফ আলম। বাঙ্গালী জাতি সত্তার মৌলিক ও বাস্তব অনুভূতির বিকাশ ঘটাতে তিনি নতুন সমাজ বিনির্মাণ করার সংগ্রামে জীবনভর শিক্ষকতার মতো মহৎ পেশাকে বেছে নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ গড়তে আমৃত্যু তিনি ছিলেন অবিচল। এই মহৎপ্রাণ শিক্ষকের যাপিত জীবন ছিল শুদ্ধতম বাঙালীয়ানার অন্যন্য উপমা।