ঢাকামঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

চলতি বছর ইয়েমেনের দেড় কোটির বেশি নাগরিক ক্ষুধায় ভুগবে: জা‌তিসংঘ।

আন্তর্জা‌তিক ডেস্ক।
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক বলেছেন,ইয়েমেনে ইতিমধ্যে ৫০ হাজার মানুষ খাবারের অভাবে মারা গেছে। এছাড়া আরও অন্তত ৫০ লাখ মানুষ মারাত্মক খাবার সংকটে রয়েছে।

তিনি আরও বলেন, চলতি বছর ইয়েমেনের এক কোটি ৬০ লাখের বেশি নাগরিক ক্ষুধায় ভুগবে। বিপর্যয়ের আগেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের কয়েক বছরের টানা আগ্রাসনে দেশটির অবকাঠামো অনেকটাই ভেঙে পড়েছে। এছাড়া দেশটির বিরুদ্ধে নানা ধরণের নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হয়েছে।

ইয়েমেনের জনগণের ওপর পছন্দসই অনুগত শাসক চাপিয়ে দিতে সেদেশে মিত্র শেগুলোকে নিয়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি আরব। প্রায় প্রতিদিনই হামলা চলছে।

তবে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে হুথি আনসারুল্লাহর নেতৃত্বাধীন সামরিক বাহিনী। সৌদি আরবের অভ্যন্তরেও হামলা চালানোর মতো সামর্থ্য অর্জন করেছে দেশটির গণবাহিনী।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।