ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ছাড়পত্র ছাড়াই ভ‌র্তি হ‌তে পার‌বে প্রাথ‌মিক বিদ্যালয় শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৯, ২০২০ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ক‌রোনা প‌রি‌স্থি‌তির কার‌নে ‌দীর্ঘ‌দিন শিক্ষা প্র‌তিষ্ঠান বন্ধ থাকার কার‌নে শিক্ষার্থী‌দের শিক্ষা কার্যক্রম প্রায় স্তিমিত। প‌রি‌স্থি‌তি বি‌বেচনায় সরকার শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে বছরের যে কোনো সময় ছাড়পত্র (টিসি) ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তির নির্দেশ দিয়েছে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার এ সংক্রান্ত পরিপত্র জারি করে। প‌রিপ‌ত্রে জানা‌নো হয়, “এই পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীরা যাতে বিদ্যালয় বিহীন হয়ে ঝরে না পড়ে সেজন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বছরের যে কোনো সময় তাদের বাসস্থানের সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হল।”

প‌রিপত্র প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ছাড়াও ডিসি ও ইউএনওদের পাঠানো হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়েছে, যে শিক্ষার্থী ভর্তি হবে সে যে বিদ্যালয়ের অধ্যয়নরত ছিল তার আইডি কার্ড, বেতন বই, স্লিপ, ক্লাস ডায়েরি, বইপুস্তক বা খাতাপত্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাচাই করবেন।

উল্লেখ্য যে, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতে সারা দেশের অ‌নেক কিন্ডারগা‌র্টেন স্কুল বন্ধ হ‌য়ে যাবার আশংকা দেখা দি‌য়ে‌ছে। দীর্ঘ সময় শিক্ষাপ্র‌তিষ্ঠান বন্ধ থাকার কার‌নে অনেক ছাত্রছাত্রী শহর ছেড়ে গ্রামে অবস্থান করছে। সে ক্ষে‌ত্রে সা‌র্বিক প‌রি‌স্থি‌তি বি‌বেচনা ক‌রে বছ‌রের যে কোন সময় শিক্ষার্থী ভ‌র্তির সময় পূ‌র্বের বিদ্যাল‌য়ের কোন ছারপত্র (টিসি) প্রয়োজন হবে না ম‌র্মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থে‌কে সিদ্ধান্ত নেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।