ঢাকাবৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের বেহাল অবস্থার ম‌ধ্যে হঠাৎ করেই চট্টগ্রাম নগর ১২ ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা!

চট্টগ্রাম প্র‌তি‌নি‌ধি।
ফেব্রুয়ারি ১১, ২০২১ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

এম‌নি‌তেই ছাত্রলী‌গের অবস্থান নগ‌রে তলা‌নি‌তে এ‌সে ঠে‌কে‌ছে। নি‌জে‌দের ম‌ধ্যেই যায় যায় অবস্থা! শেষ ক‌মি‌টির মেয়াদ শেষ হ‌য়ে‌ছে তাও অনেক বছর আগে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কমিটি নিয়েই যখন আপত্তি তখন হঠাৎ করেই নগর ছাত্রলীগের ১২ ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১০ জানুয়ারী (বুধবার) কমিটি ঘোষণা করা হলেও রাতে বিক্ষোভে নেমেছেন পদবঞ্চিত ও মহানগর কমিটি বাতিল চাওয়া নেতাকর্মীরা। মহসিন কলেজের সামনের সড়কে তারা আগুন জ্বালান। এদিকে রাত দশটা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। এরা মূলত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন অনুসারী। এদেরকে কমিটিতে নিয়ম রক্ষার খাতিরে কমিটির নিচের কয়েকটি পদ দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।

এদিকে বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকালে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিট কমিটি গঠনের বিষয়ে জানানো হয়। সেখানে দেখা যায়, বাকলিয়া থানা ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মিজানুর রহমানকে ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয় আনিসুল ইসলাম আজাদকে। এছাড়া আরও ১১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১৩ জনকে সদস্য করা হয়। ঐতিহ্যবাহী হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কাজী নাঈমকে ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয় মিজানুর রহমানকে। এছাড়া আরও ৫ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৩২ জনকে সদস্য করা হয়। চকবাজার থানা ছাত্রলীগের কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি করা হয় জাহিদুল ইসলাম ইরাককে ও সাধারণ সম্পাদক করা হয় জিএম তৌসিফকে। হালিশহর থানা ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক করা হয় আব্দুর রহিম জিসান এবং এক নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল হক চৌধুরী। বায়েজিদ থানা ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক করা হয় সুলতান মাহমুদ ফয়সাল ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রুবেল খান। পাহাড়তলী থানা ছাত্রলীগের কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি মো. আশিকুর রহমান প্রিন্স ও সাধারণ সম্পাদক করা হয় ইয়াছিন আরাফাত আরমান। এছাড়া আংশিক কমিটির মধ্যে ১৭ নম্বর বাকলিয়া ওয়ার্ডে সভাপতি করা হয় রিয়াজ উদ্দিন কাদের ও সাধারণ সম্পাদক সুহৃদ বড়ুয়া শুভ। ১৯ নম্বর বাকলিয়া ওয়ার্ডে সভাপতি করা হয় গোলামুর রহমান চৌধুরী রিজান ও সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ হোসেন রাহাত। ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি করা হয় সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক করা হয় মুজিবুর রহমান রাসেল। ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি মাহফুজ আহমেদ ফাহিম ও সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন তৌসিফ। ১২ নম্বর সরাই পাড়া ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি করা হয় হান্নান খান ফয়সাল ও সাধারণ সম্পাদক করা হয় ইমাম হোসেন ইমন। ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি করা হয় জাবেদ রহিম মুন ও সাধারণ সম্পাদক করা হয় ইমরান হোসেন বাবু। ২৬ নং ওয়ার্ড হ‌তে ৭ নং যুগ্ম-আহবায়ক হি‌সে‌বে পদ পাওয়া হা‌বিব শা‌হেদ‌কে নি‌য়ে পদ ব‌ঞ্চিত ছাত্রলী‌গের নেতা‌দের ম‌ধ্যে আরও ক্ষো‌ভের সৃ‌ষ্টি ক‌রে‌ছে। তা‌দের ম‌তে হা‌বিব শা‌হেদ একজন চি‌হ্নিত ইয়াবা ব্যবসায়ী। এধর‌নের বখা‌টে‌দের এনে মহানগ‌রের নী‌তি নির্ধারকরা কিভা‌বে ক‌মি‌টি‌তে স্থান দি‌য়ে‌ছেন তা নি‌য়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ ক‌রে‌ছেন ম‌নোনয়ন ব‌ঞ্চিত নেতা কর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।