অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ঢাকা-১ আসনে নৌকার প্রার্থী সালমান এফ রহমান। নবাবগঞ্জে জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। সুষ্ঠু ভোট আয়োজনে, নতুনদের সাথে নিয়ে কাজ করতে নির্দেশ দেন, নিজ দলের নেতাকর্মীদের।
বুধবার রাতে ঢাকার নবাবগঞ্জে আওয়ামী লীগ অফিসে আসেন স্থানীয় জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী। আনুষ্ঠানিকভাবে যোগ দেন আওয়ামী লীগে।
দীর্ঘদিন জাতীয় পার্টিতে অবহেলার শিকার হয়েছেন বলে জানান এসব নেতাকর্মী। উচ্ছ্বাস প্রকাশ করেন আওয়ামী লীগে যোগ দিতে পেরে।
অনুষ্ঠানে, ৭ জানুয়ারি সবাইকে নিয়ে ভোট দেয়ার আহ্বান জানান সালমান এফ রহমান। সব ক্ষেত্রে নতুনদের সহযোগীতা করতে নির্দেশ দেন নিজ দলের নেতাকর্মীদের।
সালমান এফ রহমান বলেন, ‘যে জাতীয় পার্টি করেন তাকেও ঘর দেওয়া হয়েছে যে কোনো দল করেন না তাকেও দেওয়া হয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) সব সময় কথা হলো আমি বাংলাদেশের জনগণের জন্য কাজ করছি। আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা দরকার।’
সবাইকে নিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলেন, আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো। তিনি এটাও বলেন, আমার জনগণের ওপর আস্থা আছে। আমি বাংলাদেশের মানুষের জন্য এতো বেশি কাজ করেছি যে, বাংলাদেশের জনগণ আমাকে( প্রধানমন্ত্রী) ভোট দিবে। আর এ কারণেই একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে হবে। ‘
জাতীয় নির্বাচন ছাড়াও, সালমান এফ রহমানের পক্ষে কাজ করার প্রত্যয়ও জানিয়েছেন জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে আসা নেতাকর্মীরা।