ঢাকাবৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

জাপা চেয়ারম্যানকে রওশনের চিঠি

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাদ পড়া নেতাদের ফেরাতে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরকে আদেশ দিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

থাইল্যান্ডে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতার প্যাডে রওশন এরশাদ এ চিঠি দিয়েছেন। তার রাজনৈতিক সচিব গোলাম মসিহ জানিয়েছেন জাপা চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।

২০ সেপ্টেম্বর স্বাক্ষরিত এ চিঠিতে রওশন এরশাদ বলেছেন, নবম কাউন্সিলে অনুমোদিত জাপার গঠনতন্ত্রের ২০ ধারার ২ উপধারাগুলোর অপব্যবহার করা হচ্ছে। এসব ধারা উপধারা দেশের সংবিধান পরিপন্থী। এই উপধারার অব্যবহার করে বিনা নোটিশে দলের নেতাদের বহিষ্কার, অব্যাহতি দিচ্ছেন জাপা চেয়ারম্যান। যা দলের নেতাকর্মীদের রাজনৈতিক, গণতান্ত্রিক ও সাংবিধান অধিকার ক্ষুন্ন করছে। জাপার লাখ লাখ নেতাকর্মী এই ধারা বাতিল চায়। জাপার অভিভাবক হিসেবে আগামী সম্মেলন এসব ধারা স্থগিতের ঘোষণা দেন রওশন এরশাদ।

যদিও জাপা বলেছে, দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের চিঠির বৈধতা নেই। দলীয় গঠনতন্ত্রের কোনো ধারা, উপধারা স্থগিত বা বাতিলের ক্ষমতা রওশন এরশাদের নেই।

উল্লেখ্য, মশিউর রহমান রাঙ্গা, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, সাবেক মন্ত্রী এমএ সাত্তার, ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশীদসহ দল থেকে বহিস্কার ও অব্যহতি পাওয়া সব নেতাকে আগের পদে পুনর্বহাল করতে জিএম কাদেরকে নির্দেশ দিয়েছেন রওশন এরশাদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।