ঢাকাসোমবার , ১৫ ফেব্রুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

জাহাজ চলাচলে নিরাপত্তা দেয়ার জন্য বিদেশি শক্তির প্রয়োজন নেই -ইরান।

আন্তর্জা‌তিক ডেস্ক।
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, পারস্য উপসাগর এবং তার আশপাশের এলাকায় জাহাজ চলাচলে নিরাপত্তা দেয়ার জন্য বিদেশি কোন শক্তির উপস্থিতির প্রয়োজন নেই। কারণ এই নিরাপত্তা দেয়ার জন্য আঞ্চলিক দেশগুলোই সক্ষম।

পাকিস্তানের আমন্ত্রণে বহুজাতিক নৌ মহড়া আমান-২০২১ এ অংশ নিয়ে ইরানি প্রতিনিধিদলের প্রধান আরিয়া শাফাকাত রুদসারি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন।

ইরানের এ সামরিক কর্মকর্তা জোর দিয়ে বলেন, কোনো অঞ্চলে নিরাপত্তা রক্ষার জন্য বাইরে শক্তির প্রয়োজন নেই; কখনো প্রয়োজন ছিলও না। ভাগ্যক্রমে ভারত মহাসাগরীয় এলাকাঘর দেশগুলো নিজেদের নিরাপত্তা নিজেরাই রক্ষা করতে সক্ষম এবং পারস্পরিক সহযোগিতার মধ্যদিয়ে সম্মিলিতভাবে এই নিরাপত্তা অর্জন করতে পারে।

গত শুক্রবার থেকে পাকিস্তানের বার্ষিক আমান মহড়া শুরু হয়েছে। আঞ্চলিক দেশ ইরান ও তুরস্ক অংশ নিচ্ছেন এ মহড়ায়, তেমনি চীন, রাশিয়া এবং আমেরিকার সেনারও অংশ নি‌চ্ছেন। ইরানের পক্ষে অংশ নিচ্ছে সেনাবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সদস্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।