ঢাকাশুক্রবার , ১৮ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

জিয়ার নাম মুছে দিতে সরকার নানা অপচেষ্টা চালাচ্ছে: মির্জা ফখরুল।

অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘শেখ মুজিবুর রহমানের হত্যাকারী হিসেবে জিয়াউর রহমানের নাম জড়িয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণের আন্দোলনকে বিভ্রান্ত করতে চাচ্ছে আওয়ামী লীগ।’

শুক্রবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, জিয়ার নাম মুছে দিতে সরকার নানা অপচেষ্টা চালাচ্ছে। বিএনপির আন্দোলনকে অন্য খাতে নিতেই জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী বানাতে অলীক গল্প ফেঁদেছে আওয়ামী লীগ।

জিয়াউর রহমান খুনী নন, তিনি ক্ষণজন্মা মানুষ, দুঃশাসনের বিরুদ্ধে লড়াকু ছিলেন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, বাকশালের বিরুদ্ধে জিয়া বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্র চালু করে স্বাধীন মত প্রকাশের পথ চালু করেছেন।

খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে বলতে গিয়ে মির্জা ফখরুল জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকার বাধা সৃষ্টি করেছে।৷ খবর: একাত্তর/এআর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।