ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে অবরোধবিরোধী মিছিলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জনকে কুপিয়ে আহত।

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলে বিএনপির চলমান অবরোধবিরোধী মিছিলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগের দুই পক্ষ।সংঘর্ষের সূত্র ধরে শহরের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল ফকির, তার ছেলে ও ভাতিজাকে কুপিয়ে আহত করা হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ কালের কণ্ঠকে বলেন, দুপুরে শহর আওয়ামী লীগের নেতৃত্বে অবরোধবিরোধী মিছিল বের হয়।মিছিলটি আদালত প্রাঙ্গণে গেলে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন রশিদ আকন্দ সোনা ও সাধারণ সম্পাদক হেলাল ফকিরের মধ্যে কথা কাটিকাটি হয়।

বিষয়টি তাৎক্ষণিক পৌরসভার মেয়র ও পৌর সভাপতি মেয়র এস এম সিরাজুল হক আলমগীরসহ আমরা মিলে সমাধান করে দিই। পরে এ ঘটনাকে কেন্দ্র করে হুমায়ুন রশিদ আকন্দ সোনার লোকজন সাধারণ সম্পাদক হেলাল ফকির, তার ছেলে ইব্রাহিম ফকির ও ভাতিজা আজিজ ফকিরকে কুপিয়ে আহত করেছে।

ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। হুমায়ুন রশিদ আকন্দ সোনা বলেন, ঘটনাটি মেয়র সমাধান করেছিলেন। পরে আমি বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষ আমার ওপর হামলা করে। আমাকে রক্ষা করার জন্য আমার অনুসারীরা উল্টো হামলা করেছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু ছালাম মিয়া বলেন, আমি ঘটনাস্থলে এবং হাসপাতালে গিয়েছিলাম। তিনজন আহত হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা বা অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।