ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পঞ্চগড়ের বোদার জনজীবন।

তোয়াবুর রহমান, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ২৪, ২০২০ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের বোদা উপজেলার আকাশে আবহাওয়ার বিরূপ আচরণ ধারণ করেছে। বর্ষা পেরিয়ে শরতে এসে অবিরত ঝরছে টানা বৃষ্টি সহ গুড়ি গুড়ি বৃষ্টি। ফলে ব্যবসা বানিজ্য স্থবিরসহ জনজীবনে চরম অস্বস্তি নেমেছে এসেছে। গত মঙ্গলবার হতে আজ বৃস্পতিবার পর্যন্ত ৩ দিনে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকায় উপজেলার অসহায় দিনমজুর মানুষগুলো পড়েছেন বিপাকে এবং একই সঙ্গে হাট-বাজারস্থ ব্যবসায়ীদের বানিজ্যিক কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। বিশেষ প্রয়োজনে কিছু মানুষ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হলেও, সেটিও সারতে যানবাহনসহ নানা বিড়ম্বনায় পড়ছেন। শুধু তায় নয়, গ্রামীণ কাঁচা রাস্তাগুলোও কাঁদায় পরিনত হয়েছে। সবমিলে দুর্ভোগে পড়েছে এ উপজেলার মানুষরা। এছাড়া অবিরাম বর্ষণের কারনে কৃষকদের শীতকালীন সবজি ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে কৃষকরা মাঠে বপন করেছেন লাল শাক, মূলা, লাউ, ফুলকপি, টমোটোসহ বিভিন্ন জাতের সবজি। এসব জমির মাটি ভিজে কিংবা পানি জমে থাকায় ফসলের ক্ষয় ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে ভ্যান চালক বকুল বলেন, রাত থেকে অঝোরে বৃষ্টির কারনে ভ্যান নিয়ে রাস্তায় বের হতে পারছিলা না। সকাল গড়িয়ে রাত এসেও একই অবস্থা। এখন পর্যন্ত কোন যাত্রী পাইনি। ইজিবাই চালক মানিক বলেন, সারাদিনে দুটি খ্যাপ মেরেছি। তা দিয়ে বাজার খরচ করাই দায় হয়ে পড়বে। কৃষক মোজাহারুল ইসলাম বলেন, শীতকালী সবজি হিসেবে দেড় বিঘা জমিতে মূলা বীজ বপন করেছি। ইতোমধ্যে গঁজানো শুরু করেছে। কিন্তুু টানা বৃষ্টিপাত মুলা ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ জানান, বৃষ্টির কারনে যাতে করে কৃষকদের ফসলের ক্ষতি কম হয়, এ বিষয়ে মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বিক পরামর্শ প্রদান করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।