যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না ও ফাইজার তাদের নিজ নিজ করোনার প্রতিষেধক নিয়ে সুখবর দিয়ে জানিয়েছে, তাদের টিকা করোনা প্রতিরোধে সফল। তবে টিকার ক্ষেত্রে সংরক্ষণের বিষয়টি এখন ফাইজারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংবাদমাধ্যম এনপিআরের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
মডার্না দাবি করেছে, তাদের তৈরি করোনা ভ্যাকসিন মহামারি ঠেকাতে প্রায় ৯৫ শতাংশ কার্যকর। চার সপ্তাহের ব্যবধানে প্রায় ৩০ হাজার করোনা রোগীর দেহে মডার্নার টিকার পরীক্ষা চালানো হয়। ফলাফলে দেখা যায়, ভ্যাকসিনটি ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর।
অন্যদিকে, নভেল করোনাভাইরাসের টিকার অগ্রগতির বিষয়ে ফাইজার জানায়, তাদের টিকা নভেল করোনাভাইরাস থেকে ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। তবে তারা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএর কাছে অনুমোদন চাওয়ার আগে টিকার বিষয়ে যথেষ্ট সুরক্ষা তথ্য পাওয়ার জন্য অপেক্ষা করবে।
মডার্না ও ফাইজারের টিকা দুটি প্রস্তুতের ক্ষেত্রে একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দুটি টিকার ক্ষেত্রেই পরীক্ষার তৃতীয় বা চূড়ান্ত ধাপে একই রকম সুরক্ষা ও কার্যকারিতার তথ্য পাওয়া গেছে। সে বিবেচনায় উভয় আবেদনই গ্রহণযোগ্য হতে পারে বলে মনে করা হচ্ছে।
ফাইজারের করোনা টিকাটি সংরক্ষণের প্রক্রিয়া তুলনামূলক জটিল ধরনের। এটি মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। চিকিৎসকের চেম্বার বা সাধারণ ফার্মেসিতে সাধারণত এ ধরনের শীতলীকরণ যন্ত্র থাকে না। এমনকি যুক্তরাষ্ট্রের অনেক উন্নত স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে জটিল ও সুপার-কোল্ড স্টোরেজ সুবিধা নেই।
অন্যদিকে মডার্না বলছে যে তাদের টিকাটিও হিমশীতল অবস্থায় সংরক্ষণ করা প্রয়োজন, তবে কেবল নিয়মিত ফ্রিজারের মতো মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে রাখলেই হবে।
জনস্বাস্থ্যের ওপর দৃষ্টি দেওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা পিএটিএইচের টিকা উদ্ভাবন এবং সরবরাহ চেইনের ডেবরা ক্রিস্টেনসেন বলেন, ‘আমি বিশ্বাস করি এটি করা সম্ভব। উদাহরণ হিসেবে বলা যায়, আফ্রিকার কয়েকটি দেশে সফলভাবে ইবোলা টিকা ব্যবহার করা হয়েছিল এবং সেগুলোর জন্য অত্যন্ত শীতল তাপমাত্রার প্রয়োজন ছিল।’
ডেবরা ক্রিস্টেনসেন আরো বলেন, ‘এই পরিস্থিতিতে টিকা বিতরণ সম্ভব, তবে এটি নিশ্চিতভাবেই আরো ব্যয়বহুল ও কঠিন হতে যাচ্ছে।’
এদিকে হিমশীতল তাপমাত্রায় সংরক্ষণ সংক্রান্ত চ্যালেঞ্জগুলোর বিষয়ে ফাইজার আশ্বস্ত করার চেষ্টা করেছে। তারা জানিয়েছে, তারা তাদের টিকার ডোজগুলো শীতল রাখার জন্য নিজস্ব মোড়কের ব্যবস্থা করেছে। এসব টিকা শুকনো বরফের সাহায্যে বিশেষায়িত কোনো ফ্রিজ ছাড়াই কয়েক সপ্তাহের জন্য সংরক্ষণ করা যাবে। ফাইজারের প্যাকেজিংটি অনানুষ্ঠানিকভাবে ‘পিৎজা বাক্স’ নামে পরিচিত।
অন্যদিকে মডার্নার টিকা সম্পর্কে ক্রিস্টেনসেন বলেন, ‘এটি অনেক সহজে বিতরণ করা যেতে পারে। স্বাস্থ্যকর্মীরা এ ধরনের টিকা ব্যবহারে অভ্যস্ত। এটি আরো স্বাভাবিক ধরনের টিকা।’