ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে মাদ্রাসার রোহিঙ্গা শিক্ষকের বিরুদ্ধে ৯ বছরের এক শিশু ছাত্রী ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২, ২০২০ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফে নয় বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে টেকনাফ উপজেলার বাহারছড়ার উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানি মাদ্রাসার ভেতরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

বৃহস্পতিবার বিকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী আলহেরা ইবতেদায়ি নুরানি মাদরাসায় শিক্ষকের কক্ষে ধর্ষণের এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার একই মাদরাসার ছাত্রী শিশুটিকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

ধর্ষণের শিকার শিশুটির চাচা জানান, বিকেল ৩টার দিকে মাদরাসার পাশের জমিতে ছাগল আনতে যায় শিশুটি। এ সময় শিক্ষক নুরুল হক তাকে মাদরাসায় ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে তার কক্ষে নিয়ে মুখ বেধে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে এসে মা-বাবার কাছে এ ঘটনা জানায়। একপর্যায়ে শিশুটি রক্তক্ষরণে অজ্ঞান হয়ে গেলে মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত মাদরাসা শিক্ষক পালিয়ে যায়। পরে জনতার সহায়তায় বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ টেকনাফ সদর ইউনিয়নের মাঠ পাড়া নামক পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করে। অভিযুক্ত মাদরাসা শিক্ষক রোহিঙ্গা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মাদ্রাসা শিক্ষক নুরুল হকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।