ঢাকাশুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: অস্ট্রেলিয়ান হাইকমিশনার

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা পরিকল্পিত ব‌লে দাবি ক‌রে‌ছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন। অন্যদিকে ঢাকার ফ্রান্স দূতাবাস ঘটনার স‌ঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

বৃহস্প‌তিবার (২১ ডি‌সেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের সাপ্তা‌হিক ব্রিফিং‌য়ে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এসব কথা জানান মুখপাত্র সে‌হেলী সাবরীন।

ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধু রাষ্ট্র ক্ষোভ বা সমবেদনা জানিয়েছে কি না— জান‌তে চাওয়া হয় মুখপাত্রের কা‌ছে। জবা‌বে তিনি ব‌লেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘটনাটি আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়েছে। ফেসবুক পেইজে ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল অডিয়েন্স সবাই আছে। গত ১৯ ডিসেম্বর সকালে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচল করা মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিসংযোগের ফলে দগ্ধ হয়ে নারী শিশুসহ চারজনের মৃত্যু হয়।

সে‌হেলী সাবরীন ব‌লেন, এ ঘটনার প্রেক্ষিতে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন তাদের এক্স হ্যান্ডেলে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। অস্ট্রেলিয়ান হাইকমিশন অগ্নিকাণ্ডের এই ঘটনাকে পরিকল্পিত মর্মে উল্লেখ করেছেন।

মুখপাত্র ব‌লেন, ঢাকার ফ্রান্স দূতাবাস এক্স হ্যান্ডেলে এ ঘটনার সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভারতের তরফ থেকে কোনো উদ্বেগ জানা‌নো হয়েছে কি না— এমন প্রশ্নের জবা‌বে মুখপাত্র ব‌লেন, ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাইনি।

নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে ভার‌তের স‌ঙ্গে থাকা সীমা‌ন্তে বাড়তি সতর্কতা বা নির্দেশনা নেওয়া হয়েছে কি না— প্রশ্ন রাখা হয় মুখপা‌ত্রের কা‌ছে। তি‌নি ব‌লেন, এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আমরা অবশ্যই চাইব— নির্বাচনের প্রাক্কালে যাদের সঙ্গে সীমানা আছে, সেখানে যেন সব রকম ব্যবস্থা ভাল থাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।