ঢাকামঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা পৌঁছেছে করোনার ২০ লাখ ডোজ ভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সোমবার রাত সাড়ে ১১টায় নাগাদ স্পাইস জেটের একটি বিমানে এই টিকা এসেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে করোনার এই টিকা গ্রহণ করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ঔষধ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তারা।

এর আরগ এই চালানে টিকা কম আসার কারণ উল্লেখ করে নাজমুল হাসান পাপন বলেন, প্রথম চালানে আসা ৫০ লাখ ভ্যাকসিনের বেশিরভাগ মেয়াদ শেষ হচ্ছে এপ্রিল মাসে, আর কিছু শেষ হবে জুনে। এর মধ্যে টিকার ব্যবহার নিশ্চিত করতে সরকার কিছু হিসেব নিকেশ করছে। এছাড়া অন্য সোর্স থেকেও কিছু ভ্যাকসিন আসার কথা রয়েছে। তিনি বলেন, আশা করা হচ্ছে আগামী মার্চে ৪০ লাখ ভ্যাকসিন আসবে। মার্চ পরবর্তী সময়ে আসা টিকার মেয়াদ দীর্ঘ সময় পর্যন্ত থাকবে বলে জানা গেছে।

সেরাম থেকে ৩ কোটি টিকার প্রথম চালানে গত ২৫ জানুয়ারি ৫০ লাখ টিকা বাংলাদেশে আসে। এর আগে উপহার হিসেবে ভারত ২০ লাখ টিকা দেয়।
স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেন, ফেব্রুয়ারি শেষ দিকে অথবা মার্চের শুরুতে ২০ লাখ কোভেক্সের টিকা আসার কথা রয়েছে। তবে নির্ধারিত কোনো তারিখ ঠিক হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।