ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার অসুস্থ্য থাকায় তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছে ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
বুধবার ১৪ অক্টোবর দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার শারীরিক ভাবে অসুস্থ্যতার জন্য বাসায় অবস্থান করায় তাঁর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নিতে বাসায় যান ত্রিশাল অনলাইন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিক বৃন্দ।
একই সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বড় ছেলে ত্রিশাল উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম জুয়েলের সাথেও কুশলাদি বিনিময় করেন।
এসময় ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামূল হক, সাধারণ সম্পাদক
এস.এম জামাল উদ্দিন শামীম, সাংবাদিক আশরাফ সিদ্দিকী পলাশ,রবিউল ইসলাম হৃদয়, শরীফুল ইসলাম শরীফ, এম এ সামাদ রতন,মোঃমনির হুসেন, শরীফ আহমেদ, শামীম আহমেদ উপস্থিত ছিলেন।