ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কোরিয়া থেকে আমদানী করা ১০ ইঞ্জিনের ট্রায়াল শুরু।

ইউনুস মিয়া, চট্টগ্রাম প্রতিনিধি।
অক্টোবর ১২, ২০২০ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা নতুন ১০টি লোকোমোটিভ ইঞ্জিনের ট্রায়াল শুরু হয়েছে। কোরিয়া থেকে আগত প্রতিনিধিদল এ ইঞ্জিন গুলো কমিশনিং করছেন কোরিয়ান প্রতিনিধি দল। খবরঃ পূর্বাঞ্চলীয় রেলওয়ে সূত্রের।

এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৪০০ কোটি টাকা ব্যয় মিটারগেজ এসব ইঞ্জিন কোরিয়ার হুন্দাই রোটেন কোম্পানির কাছ থেকে কেনা হয়েছে। বর্তমান বাংলাদেশ রেলওয়েতে ১৭৮টি মিটারগেজ এবং ৯০টি ব্রডগেজ সহ মোট ২৬৮টি ইঞ্জিন( লোকোমোটিভ) রয়েছে। এসব ইঞ্জিন দিয়েই বিভিন্ন লাইনে ট্রেন পরিচালনা করা হচ্ছে।

রেলে ট্রেনের তুলনায় ইঞ্জিনের সংখ্যা কম হওয়ায় যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচলে সমস্যা অনেক দিনের। এ কারণে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনে মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন ব্যবহার করা হয়। তাতে পথিমধ্যে ইঞ্জিন বিকল হয়ে যাতায়াতে ব্যাঘাতের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এজন্যই রেলওয়ে নতুন ইঞ্জিন আমদানির সিদ্ধান্ত নেয়।

সূত্র জানায়, নতুন ইঞ্জিন আমদানি করতে বিভিন্ন প্রকল্প চলমান আছে রেলওয়েতে। তারই ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়া থেকে ১০টি মিটারগেজ ইঞ্জিন দেশে আনা হয়। এর আগে ইঞ্জিন সংকটেট কারণে ভারত বাংলাদেশকে উপহার হিসাবে দিয়েছে ১০টি ইঞ্জিন। ঐ ইঞ্জিনগুলো পশ্চিমাঞ্চলীয় রেলের পার্বতীপুরের ক্যালোকাতে রেখে মেরামতের কাজ করা হচ্ছে বলে সূত্রে প্রকাশ। এসব ইঞ্জিন গুলো ক্রমান্বয়ে রেলের বহরে যুক্ত হবে।

এদিকে,পূর্বাঞ্চলীয় রেলের ব্যবস্থাপকের নেতৃত্বে একটি টীম সম্প্রতি চট্টগ্রাম-নাজিরহাট সেকশন পরিদর্শন করেছেন। এ ইঞ্জিন গুলো এ লাইনেও চলাচল করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।