ঢাকাশুক্রবার , ১১ ডিসেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর চকবাজার প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে।

স্টাফ রি‌পোর্টার।
ডিসেম্বর ১১, ২০২০ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীতে চকবাজার এলাকার উর্দু রোডে নোয়াখালী ভবনে প্লাস্টিক কারখানাসহ বেশকিছু টিনশেড ঘর আগুনে পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান অগ্নিকাণ্ডের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, নোয়াখালী ভবনসহ আশপাশে প্রায় ৫০টির মতো টিনশেড প্লাস্টিকের কারখানা ছিল। গোডাউনে আগুন লাগার পর আশপাশের শেডগুলোতেও তা ছড়িয়ে পড়ে।

নোয়াখালী ভবনসহ টিনশেডগুলোর প্রায় বেশির ভাগই অবৈধ কারখানা ছিল বলে জানান স্থানীয়রা।

পানির স্বল্পতা ও সরু রাস্তার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।

শেষ পর্যন্ত ১৫টি ইউনিটের চেষ্টায় আজ ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে একটি তদন্ত কমিটি গঠন করবে বলে জানায় ফায়ার সার্ভিস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।