ধর্ষন বিরোধী প্রতিবাদ, ধিক্ষার, ক্ষোভ, বিচারদাবী ও আন্দোলন অব্যাহত থাকলেও ধর্ষনের মত ন্যাক্কারজনক ঘটনা থেমে নেই।
এমন একটি অবাঞ্চনীয় ঘটনা ঘটে গেল শুক্রবার (৯ অক্টোবর) ভোর রাতে চটগ্রাম চাঁদগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায়। ঐদিন ওখানে ২২ বছর বয়সী এক মহিলা ধর্ষনের শিকার হয়েছেন। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে।
বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে,
রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম মহানগরীতে আসার পর রিক্সা যোগে বাসায় ফেরার পথে ঐ এলাকায় সংঘবদ্ধ ভাবে ধর্ষণের শিকার হন এ মহিলা। সংঘবদ্ধ যুবকেরা ঐ মহিলাকে ধরে নিয়ে গিয়ে একটি ভবনে পালাক্রমে ধর্ষন করে। এলাকাবাসী খবর পেয়ে ঐ সময় উক্ত মহিলাকে চমেক হাসপাতালে ভর্তি করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকায় এক মহিলাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়।