চট্টগ্রাম-২ ফটিকছড়ির সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেছেন, কওমী মাদ্রাসায় দ্বীনধর্মের চর্চা হয়। এখানে কোনো জঙ্গিবাদ কিংবা জামায়াতী দের স্থান নেই। কওমী আলেমরা স্বাধীনতার পর থেকে জামায়াত এবং তাদের দোসরদের বিরুদ্ধে ভূমিকা রেখে যাচ্ছেন।
তিনি রোববার ফটিকছড়ির নাজিরহাট বড় মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সাংসদ আরো বলেন, বর্তমান পুরো কওমী অঙ্গন আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। এর বাইরে কেউ যাওয়ার সুযোগ নেই। অনেকে এখনো বাবুনগরীসহ মুরুব্বীদের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলে যাচ্ছেন। তারা মূলত নিজেদের স্বার্থ হাসিলের জন্য সরকারকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন।
এ সংবাদ সন্মেলনে আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী,উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দৌলা ,ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার প্রমুখ।