ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় দিন শে‌ষে চাল‌কের আস‌নে স্বাগ‌তিক ইংল্যান্ড, পা‌কিস্তা‌নের ব্যা‌টিং বিপর্যয়

অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২০ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাউদ্যাম্পটন টেস্ট

ছয়’শ রা‌নের বিশাল রা‌নের বোঝা পা‌কিস্তা‌নের কাঁ‌ধে চা‌পি‌য়ে দি‌য়ে শেষ বি‌কে‌লে মরার উপর খরার ঘাঁয়ের উপর শেষ বি‌কে‌লে চার ওভা‌রে তিন উইকেট তু‌লে নি‌য়ে দুর্দান্ত কাটা‌লো স্বাগ‌তিক ইংল্যান্ড শি‌বির। বল‌তে গে‌লে সাউদ্যাম্পটন টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের শুরু ও শেষটা বল‌তে গে‌লে একই রকম ছি‌লো।

৪১ বছরের মধ্যে ক্রলিই এখন ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান যিনি দ্বিশতকের মালিক হলেন। ডাবল সেঞ্চুরির খুব কাছে থেকে নাসিম শাহর বলে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা বাবরকে ক্যাচ দিয়ে বেঁচে যান ক্রলি। বাটলারের সেঞ্চুরি নিয়েও ছিল নাটকীয়তা। বিরতির আগে মোহাম্মদ আব্বাসের বলে তাকে আউট দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান ৯৯ রানে থাকা বাটলার। শেষ পর্যন্ত ব্যক্তিগত সংগ্রহ দেড় শ ছাড়িয়েছেন তিনি। ৩৪ চার ও এক ছক্কায় ২৬৭ রানে ফেরেন ক্রলি। ১৩ চার ও দুই ছক্কায় বাটলার করেন ১৫২ রান। পরে ইনিংসের শেষ দিকে ঝড় ওঠে ইংলিশ লোয়ার অর্ডারে। ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে ক্রিস ওকস ৪০, ডম বেস ২৭* ও স্টুয়ার্ট ব্রড ১৫ রান করেন। ইংলিশদের পতন হওয়া আট উইকেটের দুটি করে নিয়েছেন শাহিন আফ্রিদি, ইয়াসির শাহ ও ফাওয়াদ আলম।

গতকাল শ‌নিবার জ্যাক ক্র‌লির ডাবল সেঞ্চু‌রি ও জস বাটলা‌রের সেঞ্চুরীর সুবা‌দে স্বাগ‌তিক ইংল্যা‌ন্ড সংগ্রহ ক‌রে ৮ উইকে‌টে ৫৮৩ রা‌ন। দাপু‌টে ব্যা‌টিং পর্ব শেষ ক‌রে দ্বিতীয় দি‌নের শেষ ভা‌গে পা‌কিস্তান ব্যা‌টিং‌য়ে নে‌মেই হোঁচট খায়। দিন শে‌ষে মাত্র চার ওভা‌রে দুই ও‌পেনারের সা‌থে সাজ ঘ‌রে ফে‌রেন পা‌কিস্তা‌নের ব্যাটিং ভরসা বাবর আজম। মাত্র ২৪ রান দ‌লের খাতায় যোগ ক‌রে হতাশার ষোলকলা পূরন ক‌রে দ্বিতীয় দি‌নের খেলা শেষ ক‌রে পা‌কিস্তান।

জ্যাক ক্র‌লি ও জস বাটলা‌রের ব্যা‌টিং তান্ড‌বের পর বল হা‌তে জিমি অ্যান্ডারসন পা‌কিস্তান শি‌বি‌রের ব্যা‌টিং লাই‌নের ধস নামান। তি‌নি একাই দিন শে‌ষে শান মাসুদ (৪), আবিদ আলি (১) ও বাবর (১১) তিনজনকেই সাজঘরে পাঠান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।