ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করতে প্রধানমন্ত্রীর প্রস্তাবনায় ত্বরিকতের সমর্থন: ৩ ফর্মূলা।

ইউনুস মিয়া, চট্টগ্রাম প্রতিনিধি।
অক্টোবর ১০, ২০২০ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

চৌদ্দ দলীয় জোটের অন্যতম নেতা এবং ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবনা সমর্থন করে তার সাথে সংযুক্ত করতে নয়া ৩ ফর্মূলা দিয়েছেন তিনি।

আজ (শনিবার) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ ফর্মূলা প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এমসি কলেজ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন জায়গায় যে সকল ধর্ষণের ঘটনা ঘটেছে; তার তীব্র নিন্দা এবং এ ঘটনা সমূহে যে বা যারা জড়িত- তাদের দ্রুত গ্রেফতার পূর্বক যথাযথ বিচারের দাবী জানাচ্ছি।

তিনি আরো বলেন, ধর্ষণের শাস্তি শুধু মৃত্যুদন্ড করলে হবে না। এর সাথে আরো ৩টি বিষয় সংযুক্ত করতে হবে। প্রথমতঃ ধর্ষণ সংক্রান্ত বিদ্যমান আইনে সংশোধনী আনতেই হবে এবং সর্বোচ্চ ৬ মাসের মধ্যে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়তঃ কেউ ইচ্ছাকৃতভাবে বিচার কার্যে দীর্ঘ সময়ক্ষেপন যাতে করতে না পারে- আইনে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে তাও উল্লেখ থাকতে হবে। তৃতীয়তঃ এ আইনের অপব্যবহারে কেউ যেন হয়রানির শিকার না হয়- সে বিষয়টিও উল্লেখ থাকতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।