চট্টগ্রামের বৃহত্তর ফটিকছড়ি উপজেলার নাজিরহাট -কাজিরহাট (রামগড় সেকশন-১) সড়কের কার্পেটিং কাজ আজ(বৃহস্পতিবার) উদ্বোধন করা হয়েছে। ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব এ দিন সকালে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।দীর্ঘদিন ধরে নাজিরহাট- কাজিরহাট সড়কটি অবহেলিত থাকায় উত্তর ফটিকছড়ির প্রায় ৪ লক্ষাধিক জনগন চলাচলে দুর্ভোগে পড়ে।
আজ (বৃহস্পতিবার) সকালে নাজিরহাট হালদার পুরাতন সেতু থেকে সুয়াবিল লালমাটিয়া অংশ পর্যন্ত প্রথম পর্যায়ে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে ৫ কিলোমিটার সড়ক কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়। এ সময় আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা প্রকৌশলী হেদায়েত হোসেন প্রমূখ।
জানা গেছে, চট্টগ্রামে সর্ব প্রথম প্রেপার মেশিনের মাধ্যমে এ কাজ করা হবে। নাজিরহাট-সুয়াবিল – থেকে কাজিরহাট পর্যন্ত ১৬ কি.মি. সড়ক উন্নয়নের জন্য সর্বমোট বরাদ্ধ দেওয়া হয়েছে ১৪ কোটি টাকা।