ঢাকামঙ্গলবার , ৫ জানুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নাজিরহাট পুরাতন হালদা সেতু এখন মৃত্যু ফাঁদ!

ইউনুস মিয়া, চট্টগ্রাম প্রতিনিধি।
জানুয়ারি ৫, ২০২১ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

উত্তর চট্টগ্রামের হাটহাজারী এবং ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী নাজিরহাট পৌরসভাস্থ পুরাতন হালদা সেতুটি মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। ১৯২৯ সালে ব্রিটিশ শাসনামলে এ সেতুটি নির্মাণ করা হয়। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে পাক হানাদার বাহিনী এ সেতুটি বোমা বিস্ফোরনে উড়িয়ে দেয়।

সড়ক ও জনপদ বিভাগ প্রায় দু’যুগ আগে সেতুটি চলাচলে অযোগ্য হিসেবে পরিত্যাক্ত ঘোষণা করলেও এখানে বিকল্প সেতু না থাকায় দু’উপজেলার মানুষ ঝুকিঁ নিয়ে চলাচল করতে হচ্ছে। তাছাড়া, নদীর পানির পানির প্রবল তোড়ে সেতুটির মাঝখানে দেবে যায় দু’বছর আগে। এর পরেও অতি ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে।

এদিকে, স্থানীয় নেতৃবৃন্দরা উক্ত সেতুর পাশে আরো একটি নতুন সেতু নির্মাণের আবেদন জানিয়ে আসছে। এছাড়া, এখানে নতুন সেতু নির্মাণের জন্য সরকারী উধর্তন মহলে ইতিমধ্যে অবগত করানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে, যেকোন সময় এ সেতুতে বড় দূর্ঘটনার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, উক্ত সেতুর স্থানে সুপরিসর একটি নতুন সেতু নির্মানে গেল ৩ বছর ধরে সরকারী বিভিন্ন বিভাগের লোকজন পরিদর্শন, পরিমাপ ও মাটি পরীক্ষা করা হলেও এখনো কোন আশার আলো দেখা যাচ্ছেনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।