ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নামে বড় ডাক্তার! অষ্টম শ্রেণী পাশ !! ভ্রাম্যমান আদালতের অভিযানে দোকান সীলগালা।

ইউনুস মিয়া, চট্টগ্রাম প্রতিনিধি।
অক্টোবর ১৬, ২০২০ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

কোনমতে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। এরপর নামের পাশে জুড়ে দিয়েছেন ‘ডাক্তার’। গরীব রোগীরা চিনেন “বড় ডাক্তার হিসাবে। সহজ সরল রোগীদেরকে বাহারী কথাবার্তা বলে মুগ্ধ করে থাকেন। এ ফাঁকে তিনি ” ডাক্তার” এ পদবী ব্যবহার করে এলাকার মানুষের সাথে প্রতারণা করে আসছেন বহুদিন ধরে।

অভিযোগে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ডাক্তারের গোবর ফাঁস করে দেন। অবশেষে আবু বক্কর নামের ওই ভুয়া ডাক্তারকে অর্থদন্ড দিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কতৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

তিনি ভবিষ্যতে “ডাক্তার “লিখবেন না, চিকিৎসাও করবেন না_এ মর্মে ওই ভুয়া ডাক্তারের কাছ থেকে মুচলেকা নেয়ার পর তার ঔষধের দোকান সীলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্প্রতিবার দুপুরে হাটহাজারীর ফতেয়াবাদ বটতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়। এসময় ওই ভূঁয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউনুস মিয়া
চট্টগ্রাম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।