বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিমকে (বীরপ্রতীক) দল থেকে বহিষ্কার করে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন দীর্ঘদিন ধরে তার সঙ্গে কাজ করা নেতারা। দলের ভাইস চেয়ারম্যান শামছুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব করে ৪১ সদস্যের কমিটিও করা হয়েছে।
তবে এমন বহিষ্কার ও কমিটি গঠন নিয়ে উদ্বিগ্ন নন জানিয়ে সৈয়দ মোহাম্মদ ইবরাহিম ঢাকা মেইলকে বলেন, ‘আপনার কাছ থেকে প্রথম শুনলাম বহিষ্কারের কথা। আলহামদুলিল্লাহ। তবে এসব করার আগে পার্টির গঠনতন্ত্র অনুসরণ করা বাঞ্চনীয়। আর বাংলাদেশ কল্যাণ পার্টির নামটি ব্যবহারের জন্য নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশনা পড়ে নেওয়া ভালো। এসব নিয়ে অস্থির হওয়ার কিছু নেই।’
রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সৈয়দ ইবরাহিমসহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতাকে বহিষ্কারের কথা জানানো হয়।
ভাইস চেয়ারম্যান দাবি করা শামছুদ্দিন পারভেজ বলেন, ‘দলের বেশিরভাগ কেন্দ্রীয় নেতার সম্মতিতেই বহিষ্কার এবং নতুন কমিটি করা হয়েছে।’ খবর: ঢাকা মেইল।