নির্মল স্মৃতি
অনুতাপের মালা কণ্ঠে পরে
কত নিশি ভিজে শিশিরে
ভাঙ্গিলাম অনুরাগের প্রাচীর।।
দু’হাতে মুছিলাম আঁখি জল
অষ্ট প্রহর ভাবনার ফল
হিসাব মিলাতে গন্ডগোল সুগভীর।।
অবিশ্রান্ত কত না কেঁদেছি
আপন করতে শত চেষ্টা করেছি
চেষ্টা বিফল প্রতিফল পাতায় স্মৃতির।।
স্বপ্নের জাল বুনি অবিরত
বাস্তবে রুপ দানে মগ্ন সতত
ব্যথার কাটা উপড়ে ফেলে নিষ্ফলা আবির।।
জয়ের মালা হল না পরা
শুন্যতার বইছে শ্রাবন্তী খরা
ভাবান্তর উদাসী স্তুপীকৃত নির্মল স্মৃতির।।
কবিঃ মিজানুর রহমান মিজান,
সাবেক সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাব,
বিশ্বনাথ, সিলেট।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।