বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ১৩ নভেম্বর ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না নেইমার। তবে কদিন পর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘এক সপ্তাহের নিবিড় চিকিৎসার কারণে দ্বিতীয় ম্যাচে নেইমারের ফেরার সম্ভাবনা রয়েছে। তাঁর অবস্থা আমরা খুব কাছে থেকে পর্যবেক্ষণ করছি।’
পিএসজির এই তারকা গত ২৮ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইস্তাম্বুল বাসাকশেহিরের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছিল, আন্তর্জাতিক বিরতির আগ পর্যন্ত নেইমার মাঠের বাইরে চলে গেছেন।
ব্রাজিলের কোচ তিতে জানিয়েছেন, খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তিনি।
২০২২ সালে কাতার বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে আছে ব্রাজিল। আগামী শুক্রবার সাও পাওলোতে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে, এর চারদিন পর উরুগুয়ের মোকাবিলা করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।