এ জগতে বন্ধুর অভাব নাই
সময় অসময় ক’জন পাই
নিগুড় তত্ত্বে ভেবে দেখ চাই ।।
বিচারিলে ক’জন সাথী অসময়ে
কেহ থাকে না আসে যখন মরণ লয়ে
সাদা বসন বিনা আরতো কিছু নাই ।।
আছে তোমার বন্ধু যারা
সব মিলিয়ে তিনজন তারা
হাদিছ কোরান ভেদে পাই ।।
অর্থ বন্ধু যতই থাক
বাক্স সিন্ধুক ভরে রাখ
স্থায়ী নয় তা অস্থায়ীত্বের বড়াই ।।
মানব বন্ধু অগণিত
সঙ্গের সাথী হবে নাতো
কবর দেশে রেখে আসবে সবাই ।।
আমল বন্ধু যাবে সঙ্গে
সদা থাকবে মিশে অঙ্গে
শাস্তি না হয় মুক্তি সত্যতো এটাই ।।
কবিঃ মিজানুর রহমান মিজান,
সাবেক সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাব,
বিশ্বনাথ, সিলেট।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।