ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। 

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২০ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

তোয়াবুর রহমান,  পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ   

“ আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে পরামর্শ ও উপদেশমুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মোঃ সুজন কলির সঞ্চালনায় দিবসের উপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানকে যোগ্য করে গোড়ে তোলা পিতার দায়িত্ব। যোগ্য সন্তান সমাজের বোঝা নয় সম্পদ।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ,উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত সেলাই প্রশিক্ষনের প্রশিক্ষনার্থী সহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।