ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ বাস্তবায়নে, এডভোকেসী ও পরিকল্পনা সভা।

তোয়াবুর রহমান, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
অক্টোবর ১, ২০২০ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ০১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন এবং উপজেলায় ক্যাম্পেইন শতভাগ বাস্তবায়নের গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। জাতীয় ভিটামিন‘এ’ ক্যাম্পেইন সফল করতে বিভিন্ন প্রচার মাধ্যমে সংবাদটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে পৌছানোর পরিকল্পনা সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) সানজিদা সুলতানা, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর জানান, ৪ অক্টোবর হতে ১৭ অক্টোবর জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবার উপজেলায় ৬ হতে ১১ মাস বয়সী ১,৬৫৮ জন শিশুকে নীল রঙয়ের এবং ১২ হতে ৫৯ মাস বয়সী ১৬,৩২৮ জন শিশুকে লাল রঙয়ের ভিাটমিন‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।