পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১১৩ জন দুঃস্থ্যদের মাঝে ৩ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৩৯ হাজার টাকা বিতরণ করেছে ইকো সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে মুসলিম এইড ইউকে-বাংলাদেশ এর অর্থায়নে উপজেলার গরীব ও অসহায় দুঃস্থ্যদের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করে নগদ এই অর্থ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার উপস্থিতিতে এই অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইএসডিও’র পঞ্চগড় জোনাল ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, তেঁতুলিয়া উপজেলা এরিয়া ম্যানেজার আব্দুল কাদের, ইএসডিও’র উপজেলা গ্রাম আদালতের সম্নয়কারী সোলায়মান হক, শাখা ম্যানেজার অলিয়র রহমানসহ ইএসডিও’র উন্নয়নকর্মীরা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
করোনাকালীন এই সময়ে ইএসডিও’র এক জরিপের মাধ্যমে উপজেলার বয়স্ক প্রতিবন্ধী ও বিধবাদের এই নগদ অর্থ প্রদান করা হয়।