পঞ্চগড়ে লাগাতার টানা বর্ষণে শীতকালীন আগাম জাতের শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, যারা লাভের আশায় অতি পরিশ্রম করে শীতের আগাম সবজি মানুষের মাঝে উপহার দেওয়ার জন্য পরিশ্রম করে সবজি ফোলানোর চেষ্টা করেছিলেন লাগাদার টানা বর্ষণের কারণে জমিতে পানি জমে শাকসবজি গাছ পচে যেতে দেখা গেছে। ক্ষতি হয়েছে সবজি চাষের লক্ষ টাকা। পঞ্চগড় বেংগহাড়ি ইউনিয়নের ফুলতলা শালশিরী গ্রামের আগাম জাতের সবজি চাষি মোঃ আকবর আলি এর সাথে কথা হলে তিনি বলেন আমি আগাম জাতের লাউ,সিম,মুলা,সহ বিভিন্ন সবজি চাষ করেছিলাম আশা ছিল বাজারে আগাম সবজি হিসেবে ভালো দাম পাবো। কিন্তু বৈরী আবহাওয়ার ও টানা বৃষ্টির কারণে আমার জমিতে শাকসবজি সব নষ্ট হয়ে গিয়েছে এখন লাভ তো দূরের থাক যা খরচ করেছি সেটাও আমার লোস্কান। বড় আশা করে মাহাজন করে এই সবজি চাষ করেছিলাম এখন আমার মাথায় হাত কি করে এই ঋণ মহাজনপুর করব। ওই ইউনিয়নের সোনার চান্দি গ্রামের আরেক কৃষক মোঃ আরশাবদ্দিন বলেন আমাদের এলাকায় ডাঙ্গা জমি খুব কম যা একটু টাঙ্গা জমি ছিল সেখানে সবজি চাষ করেছিলাম কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সবজি গাছ এখন লাল হয় বুঝতে শুরু করেছেন। অনেক সবজির ক্ষেত এখন পানির নিচে কি হবে ভেবে পাচ্ছি না । এ বিষয়ে পঞ্চগড় কৃষি অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সাথে কথা বললে তারা জানান প্রাকৃতিক দুর্যোগ সামলানো মুশকিল হঠাৎ টানা বর্ষণে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।