পঞ্চগড় বাসির স্বপ্ন পুরন হতে চলেছে। শীর্ঘই পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ নির্মান কাজ শুরু হচ্ছে। রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপি আজ ৩০ ডিসেম্বর বুধবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভা শেষে মন্ত্রী পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত প্রস্তাবিত রেলপথ সরেজমিন পরিদর্শন করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান। পঞ্চগড় জেলা প্রশাসক ড.সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রার্ট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, প্রকল্প পরিচালক মোঃ জাফর আলী মিয়া, আওয়ামীলীগ নেতা আবু তোয়াবুর রহমান, আব্বাস আলী, তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।
সভায় প্রশাসনের কর্মকর্তা,রেলের কর্মকর্তা, জনপ্রতিনিধি, জমির মালিক, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সুধী বৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত প্রস্তাবিত রেলপথ সরেজমিন পরিদর্শন করেন। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত প্রস্তাবিত রেলপথ যে পথে যাবে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপি পরিদর্শন কালে থেমে থেমে এলাকাটি দেখেন, প্রস্তাবিত ম্যাপ ধরে ধরে স্টেশন এলাকা দেখে।
করোতয়া সহ বিভিন্ন নদীর উপরে রেল সেতু নির্মান এলাকাও দেখেন। রেলপথ নির্মানে যে বসতবাড়ির ক্ষতি না হয় সেজন্য মন্ত্রী রেলের কর্মকর্তাদের নিদের্শ দেন। মন্ত্রী বলেন,পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ সম্প্রসারিত করা হলে,ভারত,নেপাল ও ভুটানের সাথে ব্যবসা-বানিজ্য সম্প্রসারণ সহ বহুমাত্রিক সফলতা অর্জন সম্ভব হবে।
পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত প্রস্তাবিত রেলপথ পরিদর্শন কালে মন্ত্রীর সাথে পঞ্চগড় – ১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা প্রশাসক ড.সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রার্ট, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, মন্ত্রীর ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ কৌশিক নাহিয়ান নাবিদ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত ৪৭ কিলোমিটার রেলপথ নির্মান করা হবে। এই ৪৮ কিলোমিটার রেলপথে জগদল, ভজনপুর, তেঁতুলিয়া, তিরনইহাট ও বাংলাবান্ধায় ৫ টি রেল স্টেশন নির্মান করা হবে। পাঁচটি নদীর উপর ৫ টি রেল ব্রীজ ও ১৬ টি কালর্ভাট নির্মান করা হবে। এজন্য প্রার্থমিক পর্যায়ে ২ হাজার ৭ শত কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।