ঢাকামঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পরমাণু সমঝোতা নিয়ে ইরা‌নের ঘোষণা।

আন্তর্জা‌তিক ডেস্ক।
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নিয়ে জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করেছেন। পরমাণু সমঝোতা রক্ষার জন্য গত ডিসেম্বরে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত আগামী ২১ ফেব্রুয়ারি মধ্যে বাস্তবায়ন করা না হলে ইরান সমঝোতার ক্ষেত্রে সহযোগিতা বন্ধ করে দেবে বলে সময়সীমা ঘোষণার পর দুই পররাষ্ট্রমন্ত্রী এই আলোচনা করলেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এ টেলিফোন আলোচনার কথা জানিয়েছেন। এতে তিনি আরো জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের শান্তিপ্রক্রিয়াসহ ইউরোপে করোনাভাইরাস পরিস্থিতি নিয়েও তিনি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্য-ইভস লা দ্রিয়াঁর সঙ্গে আলোচনা করেন।

গত ডিসেম্বরে ইরানের জাতীয় সংসদ একটি আইন পাস করেছে যাতে বলা হয়েছে আমেরিকা এবং পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলো যদি এই সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ইরান সরকারকে সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে সমস্ত সহযোগিতা বন্ধ করে দিতে হবে। জাতীয় সংসদে বিল আকারে পাস হওয়ায় এই আইন ইরান সরকার মানতে বাধ্য। ইরান সরকারের কর্মকর্তারা এরইমধ্যে জানিয়েছেন, তারা এই আইন অনুসরণ করতে যাচ্ছেন।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।