ঢাকামঙ্গলবার , ৫ জানুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

পাপুল সরকার, স্টাফ রিপোর্টার।
জানুয়ারি ৫, ২০২১ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার বিকেলে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এর আগে একটি র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন আর রশিদ সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগ নেতা মিল্লাত,নাজিবুর রহমান নয়ন,মাসুম,সাকিল ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দসহ উপজেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, উপমহাদেশের সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা সময়ে রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা। ভাষা আন্দোলন দিয়ে শুরু, এরপর বাঙালির ন্যায্যতা অর্জনে পালন করেছে অগ্রণী ভূমিকা। পঁচাত্তর-পরবর্তী সময়ে স্বৈরশাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়েও ছিল ছাত্রলীগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।