ঢাকামঙ্গলবার , ১৪ মে ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিরক্ষামন্ত্রী শোইগুকে সরিয়ে দিচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
মে ১৪, ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

০১২ সালে সের্গেই শোইগুকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেওয়ার পর রাশিয়া ক্রিমিয়া আক্রমণ করে। তারপর থেকে পুতিনের মন্ত্রিসভায় সের্গেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। কিন্তু গত ২২ এপ্রিল সের্গেইয়ের ডেপুটি তৈমুর ইভানভকে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার করে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা-এফএসবি। যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হয়নি। তবে পুতিন প্রশাসন এই গ্রেপ্তারের পর থেকে সের্গেই শোইগুকে কোণঠাসা করে রাখে। খবর আলজাজিরার।

মার্চে অনুষ্ঠিত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন নির্বাচিত হওয়ার পর থেকেই গুঞ্জন উঠে সের্গেই শোইগুকে অপসারণের। পুতিন মন্ত্রিসভা পুনর্গঠন করার প্রক্রিয়া হিসেবে সের্গেই শোইগুকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে তার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি করার পরিকল্পনা করেন।

গতকাল রোববার (১২ মে) ক্রেমলিন জানায়, অর্থনীতিতে বিশেষজ্ঞ প্রাক্তন উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভ নতুন প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল রোববার জানান, প্রসিডেন্ট পুতিন একজন বেসামরিক নাগরিককে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আন্দ্রেই বেলুসভ এই কাজের জন্য উপযুক্ত।

এদিকে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট পুতিন ক্ষমতায় আসার পর থেকে ইউক্রেনে হামলা আরও জোরদার করেছে রাশিয়া। হামলায় রুশ সেনাবাহিনী নতুন নতুন এলাকা দখল করছে যা ইউক্রেনের পতন ডেকে আনতে পারে বলে অনেকে মনে করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।