সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম নির্বাচনী জনসভা সিলেটে অনুষ্ঠিত হবে। এই সমাবেশে সবাই দলে দলে যোগদান করবেন। বর্তমান সরকার সিলেটের যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন করেছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন- সিলেটি প্রবাসীদের অবদান শেখ হাসিনা স্বীকার করেন। তাদের মূল্যায়নও করেন তিনি। প্রধানমন্ত্রী সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেন করছেন। ৪ লেন হচ্ছে সিলেট-তামাবিল মহাসড়ক। ওবায়দুল কাদের গতকাল দুপুরে সিলেটের বালাগঞ্জের বড়ভাঙা নদীর উপর নির্মিতব্য দুটি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগদান করে এ কথা বলেন।
পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন- বর্তমান যে দুঃসময় যাচ্ছে সেটাতে সৌদি আরব আমাদের সাহায্য করবে। আর এ দুঃসময়ে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে একটি দল আন্দোলন করছে।
তারা একজন নন্দিত প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে হটাতে আন্দোলন করছে। সে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে সিলেট সড়ক জনপদ অধিদপ্তরের (সওজ) উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন সওজ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রাব্বী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ ছাড়া সিলেট আওয়ামী লীগের নেতারাও অনুষ্ঠানে বক্তৃতা করেন।