চট্টগ্রামের ফটিকছড়িতে একই দিনে এক কিশোরী সহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার উপজেলার নানুপুর ইউনিয়নের উত্তর গামরীতলা এলাকা থেকে আবদুল সেলিম (৫৫) নামে এক বৃদ্ধ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তানজু মনি(১২) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
ফটিকছড়ি থানা সূত্রে জানা যায়, বখতপুর ইউনিয়নের জনৈক আবদুল গণির পুত্র আবদুল সেলিম (৫৫) স্ত্রীর সাথে অভিমান করে গত ১২ অক্টোবর রাতে বাড়ী থেকে চলে যায়।
শুক্রবার নানুপুর ইউনিয়নের উত্তর গামরীতলা এলাকার একটি কবরস্থানের পাশের জঙ্গলে স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
অপরদিকে,থানার এস আই মোঃ দেলোয়ার হোসেন জানান, উল্লিখিত কিশোরী উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের টিলা পাড়ার আবুল কালামের কন্যা।
কিশোরীর মৃত্যুর রহস্য উদঘাটনে কিশোরীর বাবা-মা কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। এ ব্যাপারে, ফটিকছড়ি থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।