ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন নারায়নহাট ইউনিয়নের নৃগোষ্ঠীর এক মহিলাকে ধর্ষন করার চেষ্ঠার অভিযোগে ঐ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার আবুল মনসুরকে পুলিশ বুধবার সন্ধ্যায় গ্রেফতার করেছে।
অভিযোগকারী মহিলার নাম কসমতি ত্রিপুরা। সে নারায়নহাট ইউনিয়নের পশ্চিম চাঁদপুর হরিনমারা গ্রামের মৃত কর্ণরাম ত্রীপুরার মেয়ে।
এ ব্যাপারে, ভুজপুর থানার অফিসার মুহাম্মদ খায়ের বলেন, আবুল মনসুর নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে তার বিরুদ্ধে কসমতি ত্রিপুরা নামের নৃগোষ্ঠীর একজন মহিলা তাকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে ভুজপুর থানায় একটি মামলা করে। অভিযোগ পেয়ে পুলিশ বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে, নারায়নহাট ইউনিয়নের চেয়ারম্যান হারুন উর রশীদ বলেন, আবুল মনসুরকে গ্রেফতার করেছে বলে শুনেছি। তার বিরুদ্ধে আগেও এরকম অভিযোগ রয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।