ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ছয় নং ওয়ার্ডের ইমাম নগরস্থ জয়নাব খাতুন বাপের বাড়িতে আজ (বৃহস্পতিবার) পুকুরে ডুবে মারা গেছে দুই বছরের শিশুপুত্র আয়ান। সে ঐ এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী হুমায়ুনের পুত্র।
সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে মায়ের সাথে আয়ান ঘর থেকে বের হয়। মা পাশের ঘরে পিঠা তৈরীতে সহায়তা করছিলেন। মায়ের অগোচরে পাশে থাকা পুকুরে চলে যায় শিশু আয়ান। একটু পরে দেখতে না পেয়ে খুঁজতেই চোখে পড়ে সে পুকুরে। দ্রুত উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।