ফটিকছড়ি উপজেলার ভূজপুরে রাতের আধাঁরে এক প্রতিবন্ধি মহিলার বসত ঘর গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় ভূজপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ইদ্রিছ (৫৫) ও আবুল হাসেম (৩৭) নামের ২ জনকে গ্রেফতার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার বলেন,উপজেলার ভূজপুর থানাধীন পূর্ব ভূজপুর গ্রামের কবিরা পাড়ার জনৈক কবির ড্রাইভারের মেয়ে শারীরিক প্রতিবন্ধি জাহানারা পৈত্রিক ভিটিতে কয়েক যুগ ধরে এক মাত্র ছেলেকে নিয়ে বসবাস করে আসছে।ঐদিন দিবাগত রাতে জীপ গাড়ী যোগে ৪০/৫৪ জনের এক দল সন্ত্রাসী এসে উক্ত মহিলার বসত ঘরে লুটপাট চালিয়ে বসত ঘরটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়।
এ ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ এ ঘটনায় জড়িত উক্ত গ্রামের জনৈক নুরুল হকের ২ পুত্র ইদ্রিছ (৫৫) ও আবুল হাসেম (৩৭) কে গ্রেফতার করেছে।