চট্টগ্রামের ফটিকছড়িতে আজ (শুক্রবার) বাদে জুমা মরজি নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। উপজেলার কাঞ্চননগর মৃদুল মহাজনের বাড়ির সামনে তাঁর মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানায়। তিনি নিত্যদিনের মত সিলভার পন্য ফেরি করে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
এলাকাবাসী তাঁকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। তাঁর বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।