চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্বাঞ্চলীয় এলাকায় প্রবাহমান সর্তা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি ড্রেজার মেশিন সহ কয়েক হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার পুর্ব ধর্মপুরে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
ম্যাজিস্ট্রেট উমর ফারুকের বরাত দিয়ে সূত্রটি জানায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনকে ফাঁকি দিয়ে ড্রেজার মেশিনের মাধ্যমে ঐ খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোগন সংবাদের ভিত্তিতে এ খবর জেনে শনিবার এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে এ অভিযানের বিষয়ে আঁচ করতে পারায় ড্রেজার মেশিন ফেলে চক্রটি পালিয়ে যায়।অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।