ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের পল্লাল পাড়ায় ধুরং খালে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। বুধবার( ২১ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে ঘটনাস্থলে বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন, পাইপ ও বালু জব্দ করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক জব্দকৃত বালু নিলাম দিয়ে নিলামের টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।w
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।