ফটিকছড়ি উপজেলার দক্ষিণ সুন্দরপুর গ্রামে ৩ কিশোরকে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করার খবর পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
শিশু নির্যাতনের সংবাদ পেয়ে থানার এসআই ফখরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে নির্যাতনকারী ৪ যুবক থেকে শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে নির্যাতিত ৪ কিশোরকে চিকিৎসা শেষে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের পরিবারের হাতে তুলে দেয়া হয়। রাতেই বিবিরহাট বাজারে আশেপাশে এলাকায় অভিযান চালিয়ে কিশোর নির্যাতনকারী ৪ যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সুন্দরপুর ইউনিয়নের দক্ষিণ সুন্দরপুর গ্রামের ছকিদার বাড়ীর মৃত আহমদুল হকের ২ ছেলে আব্দুল করিম প্রকাশ করিম বাদশা(৩০), আমান উল্লাহ(৩৫), ফটিকছড়ি পৌরসভার ধুরুং পানারখিল নজির আহমেদের বাড়ীর মোঃ মুছার পুত্র ওমর ফারুক (২২) ও নাজিরহাট পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ডাইলের বাড়ীর আব্দুল ছালামের পুত্র নূর মুহাম্মদ (২৩)। ৪ আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আজ (বুধবার) সকালে আদালতে প্রেরণ করা হয়
এদিকে, খবর পেয়ে শিশু নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ-আল-মাসুম ও ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার।
এ ঘটনায় শামসুল আলম নামে এক ব্যক্তি বাদী হয়ে ফটিকছড়ি থানায় শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
ইউনুস মিয়া
চট্টগ্রাম
০১৬১৯-৩৩৮৬১৭