ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে শিশু নির্যাতন গ্রেফতার-৪।

ইউনুস মিয়া, চট্টগ্রাম প্রতিনিধি।
অক্টোবর ৮, ২০২০ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ি উপজেলার দক্ষিণ সুন্দরপুর গ্রামে ৩ কিশোরকে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করার খবর পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।

শিশু নির্যাতনের সংবাদ পেয়ে থানার এসআই ফখরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে নির্যাতনকারী ৪ যুবক থেকে শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে নির্যাতিত ৪ কিশোরকে চিকিৎসা শেষে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের পরিবারের হাতে তুলে দেয়া হয়। রাতেই বিবিরহাট বাজারে আশেপাশে এলাকায় অভিযান চালিয়ে কিশোর নির্যাতনকারী ৪ যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সুন্দরপুর ইউনিয়নের দক্ষিণ সুন্দরপুর গ্রামের ছকিদার বাড়ীর মৃত আহমদুল হকের ২ ছেলে আব্দুল করিম প্রকাশ করিম বাদশা(৩০), আমান উল্লাহ(৩৫), ফটিকছড়ি পৌরসভার ধুরুং পানারখিল নজির আহমেদের বাড়ীর মোঃ মুছার পুত্র ওমর ফারুক (২২) ও নাজিরহাট পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ডাইলের বাড়ীর আব্দুল ছালামের পুত্র নূর মুহাম্মদ (২৩)। ৪ আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আজ (বুধবার) সকালে আদালতে প্রেরণ করা হয়

এদিকে, খবর পেয়ে শিশু নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ-আল-মাসুম ও ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার।

এ ঘটনায় শামসুল আলম নামে এক ব্যক্তি বাদী হয়ে ফটিকছড়ি থানায় শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

ইউনুস মিয়া
চট্টগ্রাম
০১৬১৯-৩৩৮৬১৭

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।