ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ির আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায়- সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি।

ইউনুস মিয়া, চট্টগ্রাম প্রতিনিধি।।
অক্টোবর ২৭, ২০২০ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক স্বমন্বয় সভা ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অনুষ্ঠিত হয়েছে। আজ ( মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদের জহুরুল হক মিলানায়তনে এ সভা অনুষ্টিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদুল আরেফিন।

সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম নিয়োগের কেন্দ্র করে নাজিরহাট এলাকায় বিভিন্ন সড়ক ব্যাপক পুলিশ র‍্যাব বিজিবি মোতায়েন করা হয়েছে। উক্ত বৈঠকের কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নাজিরহাট বাজার আগামীকাল সকাল ৭ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বন্ধ রাখার জন্য একান্তভাবে ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ জানিয়েছেন। ওই এলাকার সাধারন জনগনের সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

তিনি আরো বলেন গত ২০ অক্টোবর ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ও নানুপুর ইউনিয়ন এ নির্বাচনে নৌকা প্রতীক এ বিজয় করার জন্য সংশ্লিষ্ট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ নেতাকর্মী সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।

এই সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি পৌরসভা সম্মানিত মেয়র আলহাজ্ব মোঃ ইসমাঈল হোসেন, নাজিরহাট পৌরসভা সম্মানিত মেয়র এস.এম সিরাজুদ্দৌল্লাহ, উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ নাভেল চৌধুুরী, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার, ভূজপুর থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল্লাহ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হেদায়েত উল্লাহ, উপজেলা সমাজসেবক অফিসার রাজিব ভট্টাচার্য, উপজেলা কৃষি অফিসার লিটন কুমার দেবনাথ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রুস্তম আলী, সোহাব আল ছালেহীন, মোহাম্মদ শাহনেওয়াজ, সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, ইকবাল হোসেন, ইব্রাহিম তালুকদার, আব্দুল হালিম, মোহাম্মদ অহিদুল আলম, মোহাম্মদ কাইউম, মোহাম্মদ হারুন, সোহরাব হোসাইন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী প্রমূূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।