ঢাকাশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ির ভূজপুর থানাকে উপজেলা ঘোষণা করার দাবীতে মানববন্ধন ও র‍্যালী

ইউনুস মিয়া চট্টগ্রাম প্রতিনিধি।
সেপ্টেম্বর ২৫, ২০২০ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

দেশের বৃহত্তম উপজেলা ফটিকছড়িকে বিভাজিত করে ২০০৭ সালে ভূজপুর থানা গঠন করা হলেও এখনও ভূজপুরকে উপজেলা হিসেবে ঘোষণা না দেয়ায় হতাশ ভূজপুর বাসী। ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ভূজপুর থানাকে অবিলম্ভে উপজেলায় উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে ভূজপুর থানা সচেতন নাগরিক সমাজ।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।ফটিকছড়ি স্টুডেন্ট ফোরাম এর সভাপতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী”র সভাপতিত্বে  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির শিক্ষানবীশ কর আইনজীবী নোমান বিন খুরশীদের  সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফটিকছড়ি আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল হক শাহ চৌধুরী।

মানববন্ধনে বক্তারা বলেন, “ভৌগলিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক গুরুত্বের কারণে এবং জনগণের দোরগোড়ায় সকল নাগরিক সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে ভূজপুর থানাকে উপজেলা ঘোষণা করা এখন সময়ে দাবী। স্হানীয় সরকারকে শক্তিশালী করা এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সরকারের মূল লক্ষ্য হলেও বৃহত্তর ভূজপুর এলাকাকে উপজেলা ঘোষণা না করায় ভূজপুরবাসী প্রশাসনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে । অথচ, ভূজপুরের একটি ইউনিয়ন পার্শ্ববর্তী ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলা থেকে অনেক বড় হলেও ন্যায্য নাগরিক সুবিধা পাচ্ছে না ভূজপুরবাসী। প্রায় ৪ লক্ষ জনসাধারন অধ্যুষিত ভূজপুর থানাকে অনতিবিলম্বে উপজেলা করার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী এমএ ছত্তার,সুপ্রীম কোর্টের আইনজীবি এড. ইউছুফ আলম মাসুদ, যুবলীগ নেতা হাজী সেলিম জাহাঙ্গীর টিপু, তরুণ চিকিৎসক ডা. রাকিব হাসান চৌধুরী, তরুণ আইনজীবী এড. পার্থ নন্দী, নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক রোকন উদ্দিন সিকদার, ভূজপুর খেলোয়াড় সমিতির সভাপতি রেজাউল করিম, চট্টগ্রাম ট্রাভেলস্ এর পিসি সৈয়দুল হক সৈয়দ, আল হাসনাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান মঈনুল আলম চৌধুরী, চট্টগ্রাম পলিটেকনিকেল কলেজ ছাত্রলীগ নেতা মোঃ হাসান মাসুদ,  ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম. খায়রুল আমিন সাগর, সাজ্জাদ হোসেন, রবিউল হাসান, সাংবাদিক সাইফুদ্দীন আব্দুর রাজ্জাক, নাছির উদ্দিন প্রমূখ।

পরে একটি র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর ভূজপুর থানাকে এলাকাকে উপজেলা করার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন ভূজপুর থানা সচেতন নাগরিক সমাজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।