চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামাল হত্যা মামলার অপর অন্যতম আসামী বাচ্ছুকে পিআইবি’র চৌকস দল মহানগরীর মুরাদপুর ফ্লাইওভার থেকে গ্রেফতার করেছে বলে পিআইবি সুত্রে জানা গেছে।
পিআইবি’র সহকারী পরিদর্শক শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ অক্টোবর দুপুরে পুলিশ বাচ্ছুকে ঐ ফ্লাইওভার থেকে গ্রেফতার করা হয়। পরে পিআইবি বাচ্ছুর স্বীকারোক্তি মোতাবেক ঐদিন রাউজানের হলুদিয়ায় তার বোনের বসতঘর থেকে পলিথিনের ব্যাগ মোড়ানো একটি অস্ত্র উদ্ধার করেন।
উল্লেখ্য,গেল ১১ জুন উক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামালকে এলাকার আধিপত্য নিয়ে কোন্দলের জের ধরে নানুপুর বাজারের দক্ষিণ পাশে মসজিদ সংলগ্ন স্থানে নির্মম ভাবে গুলি ও কোপিয়ে হত্যা করে। এ ঘটনায় স্থানীয় উত্তর জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ বাকেরকে প্রধান আসামী করে রাশেেদ কামালের মা জাহানারা বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।